দুরন্ত মাইলেজ দিচ্ছে এই ৫ সস্তার বাইক

তালিকায় প্রথমেই আছে Hero HF 100।

Published by: ABP Ananda
Image Source: Hero Motocorp

এই বাইকে ৭০ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
বাইকের দাম পড়বে ৫৯,০১৮ টাকা।


আরেকটি বাইক হল TVS Sport যার দাম ৫৯,৮৮১ টাকা।

Image Source: TVS Sport

এই বাইকে আপনি এক লিটারে ৮০ কিমি রাস্তা যেতে পারেন।

Image Source: TVS Sport

Hero HF Deluxe বাইকে মাইলেজ পাবেন ৭৫ কিমি প্রতি লিটারে।

Image Source: Hero HF Deluxe

এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৫৯,৯৯৮ টাকা।

Image Source: Hero HF Deluxe

Honda Shine রয়েছে এই তালিকায় চতুর্থ স্থানে যার দাম ৬৬,৯০০ টাকা।



এই ১০০ সিসির বাইকে মাইলেজ দেয় ৬৫ কিমি প্রতি লিটারে।

Image Source: Honda Shine

সবশেষে রয়েছে TVS Raedon। এই বাইকের মাইলেজ ৬৩ কিমি প্রতি লিটার।

Image Source: TVS Raedon

বাইকটি কিনতে খরচ হবে ৭০,৭২০ টাকা।