১ লিটার পেট্রোলে Bullet 350 কত দূর যাবে ?

Published by: ABP Ananda
Image Source: royalenfield.com

বুলেট 350 তে সিঙ্গল-সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন আছে।

Image Source: royalenfield.com

মোটরসাইকেলে লাগানো এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ kW শক্তি পাওয়া যায়।

Image Source: royalenfield.com

রয়্যাল এনফিল্ডের সবথেকে জনপ্রিয় মডেল এই বাইক

Image Source: royalenfield.com

রয়েল এনফিল্ডের বাইকের ইঞ্জিনে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সুবিধা আছে।

Image Source: royalenfield.com

এই বাইকটি বুলেট 350 ইঞ্জিন সহ এক লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

Image Source: royalenfield.com

রয়্যাল এনফিল্ডের এই মোটরসাইকেলে ৫-স্পিড গিয়ার বক্স আছে।

Image Source: royalenfield.com

এই বাইকটিতে 170 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও 1390 এমএম হুইলবেস রয়েছে।

Image Source: royalenfield.com

এই বাইকটিতে 170 এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 1390 মিমি হুইলবেস রয়েছে।

Image Source: royalenfield.com

বুলেট 350 এর এক্স-শোরুম মূল্য 162161 টাকা থেকে শুরু হয়

Image Source: royalenfield.com