গাড়ির চাকায় হাওয়া কম থাকলে অসুবিধে হয়।



আবার বেশি হাওয়া হলেও কিন্তু বিপদ !



গরমের দাবদাহে ফেটে যেতেই পারে গাড়ির টায়ার !



টায়ারের যত্ন না নিলে খুব সমস্যায় পড়বেন যে কেউ।



গাড়ির টায়ারে হাওয়ার চাপ বেশি হলে তা ফেটে যায়।



গরমে তাপ বাড়লে টায়ারের ভিতরে হাওয়ার চাপ বাড়ে।



এই হাওয়া টায়ারের রবারকে দুর্বল করে দেয়।



আর তাতেই বিস্ফোরণের শব্দে ফেটে যায় টায়ার।



তাই টায়ার প্রেশার মাঝেমধ্যে দেখে নেওয়া দরকার।



গাড়ির টায়ার যাতে ফুলে না যায়, সেদিকে খেয়াল রাখা দরকার।



Thanks for Reading. UP NEXT

২০২৩ সালের সেরা ৫ ইভি স্কুটার এগুলি

View next story