গরমকালে গাড়িতে এসি না চালিয়ে যাতায়াত বেশ কষ্টসাধ্য। শুধু গরম নয়, অন্য গাড়ির ধোঁয়া, ধুলো থেকে বাঁচতে এসি চালাতে হয় অনেকসময়। তাই এসি তাজ না করলে, সেই গাড়িতে যাতায়াত ভীষণ কষ্টসাধ্য হয়ে ওঠে। বিভিন্ন কারণে কোনও গাড়ির এসি মেশিন সমস্যা করতে পারে। সেগুলি কী কী? এসি রেফ্রিজারেন্ট লিকেজ এসি সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। এমন হলে কাজ করবে না এসি। কনডেনসর আটকে গেলে বা কোনওভাবে ভেঙে গেলে গাড়ির এসি ঠিকমতো কাজ করে না। পুরনো গাড়িতে কোনও কারণে কমপ্রেসরে সমস্যা হলে এসি কাজ করা বন্ধ করে দেবে। ঠান্ডা হবে না। অনেকসময়েই গাড়ির কেবিন এয়ার ফিল্টার জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রেও এসি কাজ করে না এছাড়াও ব্লোয়ারে সমস্যা, এসির কুল্যান্ট কমে যাওয়া, ইঞ্জিন বেশি গরম হয়ে গেলে এসিতে সমস্যা হয়। বৈদ্যুতিন যন্ত্রাংশে সমস্যার ঘটনাও অনেকসময় ঘটে থাকে। সমস্যা যাই হোক, দ্রুত টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। বেশিদিন ফেলে রাখলে আরও বড় সমস্যা হতে পারে গাড়িতে।