একসময় দীর্ঘদিন ভারতের গাড়ির বাজার কাঁপিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড



কয়েক বছর হল ভারতে গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড গাড়ি বিক্রি বন্ধ করেছে। কিন্তু এখনও ফোর্ডের গাড়ির অনুরাগীর সংস্থা কম নয়।



কিন্তু ভারতে এসে পৌঁছেছে Ford Bronco. এই গাড়ি ভারতে পাওয়া যায় না। কিন্তু ভারতের রাস্তায় চলেছে। কীভাবে?



কানাডার এক প্রবাসী ভারতীয় জসমিত সিংহ সাইনি এই গাড়িটি চালিয়ে এসেছেন ভারতে।



ভারতে আসতে এই গাড়িটি পাড়ি দিয়েছে ১৯০০০ কিলোমিটার।



এই গাড়িটি ইতিমধ্যেই ৪০টি দেশ পাড়ি দিয়েছে। আর এতটা পথ পেরোতে লেগেছে মাত্র একটি সার্ভিস।



১৯৬০-এর দশকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল Bronco, সেটিই আরও আধুনিক করে ফিরিয়ে এনেছে Ford



গোলাকার হেডল্যাম্প এবং ঝক্কিবিহীন ডিজাইন এর মূল আকর্ষণ।



৩৭ ইঞ্চির টায়ার এই গাড়ির। রয়েছে বিপুল গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গাড়ি নিয়ে যে কোনও রাস্তায় সহজেই যাতায়াত করা যায়।



২.৭ লিটার Ecoboost V6 engine রয়েছে এই গাড়িতে। এই SUV-তে 310 bhp রয়েছে এতে। এর ফ্রন্ট সাসপেনসন অত্যন্ত ভাল।



Thanks for Reading. UP NEXT

বৃষ্টিতে বেরোয় গাড়ি? এগুলি দেখভাল করছেন তো?

View next story