দারুণ গতি, তাও সাধ্যের মধ্যে দাম KTM 200 Duke বাইকের। সর্বোচ্চ গতি ১৪২ কিমি প্রতি ঘণ্টায়। দাম ১.৯৬ লাখ। Suzuki Gixxer SF 250 বাইকে ১০ সেকেন্ডেই ১০০ কিমি গতি ওঠে। এই সুজুকির মডেলের সর্বোচ্চ গতি ওঠে ১৫০ কিমি প্রতি ঘণ্টায়। তালিকায় তৃতীয় বাজাজ পালসার RS 200 যার সর্বোচ্চ গতি ১৪০ কিমি। এই বাইকের দাম পড়বে ১.৭১ লাখ টাকা। ১.৮৪ লাখে পাবেন বাজাজের ডমিনার ২৫০ বাইকটি। এতে ১ লিটার তেলে যাওয়া যাবে ৩৫ কিমি। সবশেষে Hero Karizma XMR মডেলে ১৪৩ কিমি গতিবেগ। এর দাম পড়বে ১.৭৩ লাখ টাকা।