হোন্ডা অ্যাক্টিভা এখন দেশের অন্যতম বেস্ট সেলার। ১২৪ সিসির হোন্ডা অ্যাক্টিভায় ৬০ কিমি মাইলেজ দেয়। এরপরেই আসছে হোন্ডা ডিও যাতে ৫০ কিমি মাইলেজ মেলে। এই স্কুটারের দাম পড়বে ৭৪ হাজার টাকা। ৬৮ কিমি মাইলেজ পাবেন হোন্ডা শাইনে। এই বাইকের দাম পড়বে ৬৬ হাজার টাকা। দেশে সবথেকে বেশি বিক্রি হয় হোন্ডার এসপি ১২৫। ৮৭ হাজার থেকে ৯১ হাজারের মধ্যেই এর দাম। এই বাইকে এক লিটার তেলে ৬০ কিমি মাইলেজ দেয়।