ABP Ananda


মারুতি সুজুকি সম্প্রতি ২০২৪ সালের নতুন প্রজন্মের সুইফট বাজারে এনেছে।


ABP Ananda


এই মারুতির গাড়ি দেখতে আগের থেকে অনেক আকর্ষণীয়, অনেক বেশি বৈশিষ্ট্য।


ABP Ananda


চতুর্থ প্রজন্মের সুইফট লঞ্চ হয়েছে ৬.৪৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।


ABP Ananda


লঞ্চের দু-মাস পর জুলাইতে এই গাড়িতে ভাল ছাড় দিচ্ছে, যা ক্রেতাদের আকৃষ্ট করবে।


ABP Ananda


চলতি মাসে এই গাড়িতে ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি-সুজুকি।


ABP Ananda


এই ছাড়ের মধ্য়ে রয়েছে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস ছাড়াও ২ হাজারের কর্পোরেট ডিসকাউন্ট।


ABP Ananda


মারুতি সুইফটের সঙ্গে কোম্পানির বালেনোর প্রতিযোগিতা শুরু হয়েছে।


ABP Ananda


বালেনো এই গাড়ির থেকে ১৭ হাজার টাকা সস্তা। যা চিন্তা বাড়িয়েছে সুইফটের।


ABP Ananda


এ ছাড়াও সুইফটে এখনও সিএনজি অপশন নেই, তাই অনেকে বালেনোর দিকে যাচ্ছে। তবে কোম্পানি শীঘ্রই এই গাড়িতে সিএনজি অপশন দিতে চলেছে।