মারুতি সুজুকি সম্প্রতি ২০২৪ সালের নতুন প্রজন্মের সুইফট বাজারে এনেছে।



এই মারুতির গাড়ি দেখতে আগের থেকে অনেক আকর্ষণীয়, অনেক বেশি বৈশিষ্ট্য।



চতুর্থ প্রজন্মের সুইফট লঞ্চ হয়েছে ৬.৪৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।



লঞ্চের দু-মাস পর জুলাইতে এই গাড়িতে ভাল ছাড় দিচ্ছে, যা ক্রেতাদের আকৃষ্ট করবে।



চলতি মাসে এই গাড়িতে ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি-সুজুকি।



এই ছাড়ের মধ্য়ে রয়েছে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস ছাড়াও ২ হাজারের কর্পোরেট ডিসকাউন্ট।



মারুতি সুইফটের সঙ্গে কোম্পানির বালেনোর প্রতিযোগিতা শুরু হয়েছে।



বালেনো এই গাড়ির থেকে ১৭ হাজার টাকা সস্তা। যা চিন্তা বাড়িয়েছে সুইফটের।



এ ছাড়াও সুইফটে এখনও সিএনজি অপশন নেই, তাই অনেকে বালেনোর দিকে যাচ্ছে। তবে কোম্পানি শীঘ্রই এই গাড়িতে সিএনজি অপশন দিতে চলেছে।