টিভিএস মোটরসের আইকিউব মডেলে ১০০ কিমির রেঞ্জ। এই গাড়ির এক্স শো-রুম দাম ১.১৩ লাখ টাকা। এই স্কুটারে বুট স্পেস আছে ৩২ লিটারের। ওলার এই জেন ১ স্কুটারে বুট স্পেস ৩৬ লিটারের। ১৯৫ কিমি যাওয়া যাবে এক চার্জেই। এই স্কুটার কিনতে খরচ হবে ১.৩০ লাখ টাকা। বাজারের আরেকটি Hidden Gem হল River Indy স্কুটার। এতে পাওয়া যাবে ৪৩ লিটারের বুট স্পেস। ১২০ কিমি রেঞ্জ দেবে এই বৈদ্যুতিন স্কুটার। ১.৩৮ লাখ টাকা দামেই মিলবে এই ই-স্কুটারটি।