সস্তায় ই-স্কুটার কিনবেন ? হোন্ডা দিচ্ছে সুযোগ

Published by: ABP Ananda
Image Source: Honda Electric

হোন্ডা এনেছে সস্তায় বৈদ্যুতিন স্কুটার কেনার সুযোগ।

Image Source: Honda Electric

বাজারে নিয়ে এসেছে নতুন ই-স্কুটার।

Image Source: Honda Electric

হোন্ডার জনপ্রিয় অ্যাক্টিভা মডেলের বৈদ্যুতিন ভার্সন এসেছে বাজারে।

Image Source: Somnath Chatterjee

হোন্ডা অ্যাক্টিভা একটি প্রিমিয়াম ইভি হলেও এর দাম তুলনায় কম।

Image Source: Somnath Chatterjee

এই স্কুটারে লাগানো ব্যাটারি খুলে নেওয়া যায়।

Image Source: Somnath Chatterjee

ব্যাটারি সোয়াপিংয়ের সুবিধে আছে এই স্কুটারে।

Image Source: Somnath Chatterjee

একবার চার্জে এই স্কুটারে যাওয়া যাবে ১০২ কিমি।

Image Source: Somnath Chatterjee

প্রতি ঘণ্টায় ৮০ কিমি সর্বোচ্চ গতি ওঠে এই স্কুটারে।

Image Source: Somnath Chatterjee

এর দাম ১ লাখ থেকে ১.২০ লাখের মধ্যে হতে পারে।

Image Source: Somnath Chatterjee