মোটর ভেহিকল আইন অনুসারে ভুলভাবে গাড়ি চালালে জরিমানা হয়। এর জন্য আপনার নামে চালান কাটা হতে পারে। চলন্ত গাড়ির সানরুফ থেকে বাইরে হাত বের করলেও জরিমানা হবে। ১৯৮৮-র মোটর ভেহিকল আইন অনুযায়ী এই কাজ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর সামিল। আইনের ১৮৪ ধারা অনুসারে এই কাজ করলে চালান কাটা হবে। ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকী ৬ মাস থেকে ১ বছরের জেলও হতে পারে। গাড়ির ওয়াইপার খারাপ থাকলেও চালান কাটা হতে পারে। চলন্ত গাড়ি থেকে বাইরে হাত বের না করাই উচিত। ভারতের রাস্তায় গাড়ি চালাতে হলে ট্রাফিক আইন মেনে না চললেই জরিমানা হয়ে থাকে।