২৩ হাজার টাকা সস্তায় পাবেন এই ২ বাইক জাওয়া আর ইয়েজডি বাইকে দারুণ সুযোগ। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলে মিলছে ২২,৫০০ টাকার ছাড়। আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ছাড়। জাওয়া বাইকে অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও রয়েছে। ১২,৫০০ টাকা থেকে ছাড় শুরু হয়ে চলবে ২২,৫০০ পর্যন্ত। HDFC ক্রেডিট কার্ডে বাইক কিনলে মিলবে ৮৫০০ টাকার ছাড়। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে ১০ হাজারের ছাড় পাওয়া যাবে। দক্ষিণ, পশ্চিম ও মধ্য ভারতে জাওয়া বাইকে ১৯ হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও ৪ বছর ও ৫০ হাজার কিমির ওয়্যার্যান্টি দিচ্ছে সংস্থা।