৩ লাখের বাজেটেই পাবেন এই ৪ প্রিমিয়াম বাইক ৩৪৯ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকে পাবেন দারুণ আরাম। স্টেবিলিটি ও কনট্রোল দিতে পারে এই বাইকের সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম। হোন্ডার স্টাইলিশ প্রিমিয়াম ক্রুজার বাইক তরুণদের কাছে খুবই পছন্দের। এই বাইকের দাম ৩ লাখের মধ্যেই যাতে ৩৪৮ সিসির ইঞ্জিন পাবেন। এছাড়া ফুল এলইডি লাইটিং, সিঙ্গল চ্যানেল এবিএস, ডিজিটাল অ্যানালগ মিটার রয়েছে। একই বাজেটে বাজাজের এই বাইক রয়েছে তালিকায় যা স্পিড ও আরাম দুইই দেবে। এই বাইকে ঘণ্টায় ১৪৮ কিমি পর্যন্ত গতি তোলা যাবে। টিভিএস অ্যাপাচির আরটিআর ২০০ ফোরভি বাইকে খুব বেশি স্পিড তোলা যায়। রেসিং, ট্রেকিং যাদের পছন্দ তাদের জন্য এই বাইক সেরা।