হিরো থেকে টিভিএস, ৭৫ হাজারেই পাবেন এই ৩ বাইক তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় এই টিভিএস স্পোর্ট বাইকটি। মাত্র ৬০ হাজারেই পেয়ে যাবেন এই বাইক। এই বাইকে আপনি ৭০-৭৫ কিমি প্রতি লিটার মাইলেজ পাবেন। ৬৫ হাজার টাকায় পাওয়া যাবে বাজাজ প্ল্যাটিনা ১০০। ১০২ সিসির এই ইঞ্জিনের বাইক খুবই সাশ্রয়ী। এতে মাইলেজ পাবেন ৭০-৭৫ কিমি। ৭০ হাজার টাকায় আপনি পাবেন হোন্ডা শাইন ১০০ বাইকটি। এতে ১০০ সিসির ইঞ্জিন আছে যা ৭৯ পিএস শক্তি দেয়। বাইকে মাইলেজ ওঠে ৭০-৭৫ কিমি প্রতি লিটার।