বাজারে Thar Roxx! SUV সেগমেন্টে তুরুপের তাস মাহিন্দ্রার? কত দাম? অবশেষে অপেক্ষার অবসান। সামনে এল Mahindra Thar ROXX। এই নয়া SUV সামনে লঞ্চ করল মাহিন্দ্রা। দাম শুরু হচ্ছে ১২.৯৯ লক্ষ টাকা Thar ROXX ৫ ডোর ভার্সান। যদিও এটা 3 door Thar-এর উপর ভিত্তি করে তৈরি না। বা পুরনো থরেই অতিরিক্ত ২টি দরজা লাগানো হয়েছে এমন না Scorpio N-এর প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে Roxx, আরও বড় হুইলবেস রয়েছে। সামনে থেকে Thar ROXX দেখতে বেশ আলাদা। নতুন LED প্রোজেক্টর ল্যাম্প রয়েছে। নতুন DRL রয়েছে। রিয়ার স্টাইলিং অর্থাৎ পিছনের দিকের ডিজাইন অনেকটাই থরের মতো করা হয়েছে। তার সঙ্গে জুড়েছে নানা রঙের অপশন। অন্দরসজ্জা আরও উন্নত করা হয়েছে। ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন রয়েছে। ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্স্টুমেন্ট ক্লাস্টার রয়েছে। ফ্রন্ট এবং রিয়ার আর্মরেস্ট রাখা হয়েছে, এটা একেবারে নতুন। রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। প্যানোরামিক সানরুফ। রয়েছে ৬টি এয়ারব্য়াগ। রয়েছে Rear ac vent রিয়ার সিট বা পিছনের আসন বেঞ্চ স্টাইলের করা হয়েছে। আলাদা চেয়ার সিট নয় ২ রকম ইঞ্জিন অপশন রয়েছে Thar ROXX-এ। রয়েছে 2.2L ডিজেল ইঞ্জিন। ৬ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্স-সহ। রয়েছে 2L পেট্রোল ইঞ্জিন ভার্সনও। এখানেও ৬ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্স রয়েছে। রয়েছে 4x4 অপশন।