নতুন রূপে বাজারে রয়্যাল এনফিল্ডের এই মডেল, দাম কমল ?
abp live

নতুন রূপে বাজারে রয়্যাল এনফিল্ডের এই মডেল, দাম কমল ?

Published by: ABP Ananda
Image Source: Royal Enfield Classic 350
এসে গেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র আপডেটেড ভার্সন।
abp live

এসে গেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র আপডেটেড ভার্সন।

Image Source: Royal Enfield Classic 350
এতে আছে নতুন অনেক ফিচার্স এবং বিভিন্ন রঙের ভ্যারিয়ান্ট।
abp live

এতে আছে নতুন অনেক ফিচার্স এবং বিভিন্ন রঙের ভ্যারিয়ান্ট।

Image Source: Royal Enfield Classic 350
জানা গিয়েছে আগামী ১ সেপ্টেম্বর দাম ঘোষণা হবে।
abp live

জানা গিয়েছে আগামী ১ সেপ্টেম্বর দাম ঘোষণা হবে।

Image Source: Royal Enfield Classic 350
abp live

এই বাইকে একটা বড়সড় মাডগার্ড লাগানো হয়েছে।

Image Source: Royal Enfield Classic 350
abp live

অ্যাডজাস্টেবল লিভার, সি-টাইপ ইউএসবি চার্জিং পয়েন্ট এর অন্যতম বৈশিষ্ট্য।

Image Source: Royal Enfield Classic 350
abp live

তবে এর ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে কোনও বদল আসেনি।

Image Source: Royal Enfield Classic 350
abp live

কোনও কোনও ভ্যারিয়ান্টে টিউবহীন টায়ারও ব্যবহৃত হয়েছে।

Image Source: Royal Enfield Classic 350
abp live

এখনকার রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকের দাম ১.৯৩ লাখ থেকে ২.২ লাখ টাকা।

Image Source: Royal Enfield Classic 350
abp live

আপডেটেড ভার্সনের দাম এর থেকে খানিক বেশি হবে বলেই ধারণা।

Image Source: Royal Enfield Classic 350