নতুন রূপে বাজারে রয়্যাল এনফিল্ডের এই মডেল, দাম কমল ? এসে গেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র আপডেটেড ভার্সন। এতে আছে নতুন অনেক ফিচার্স এবং বিভিন্ন রঙের ভ্যারিয়ান্ট। জানা গিয়েছে আগামী ১ সেপ্টেম্বর দাম ঘোষণা হবে। এই বাইকে একটা বড়সড় মাডগার্ড লাগানো হয়েছে। অ্যাডজাস্টেবল লিভার, সি-টাইপ ইউএসবি চার্জিং পয়েন্ট এর অন্যতম বৈশিষ্ট্য। তবে এর ৩৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে কোনও বদল আসেনি। কোনও কোনও ভ্যারিয়ান্টে টিউবহীন টায়ারও ব্যবহৃত হয়েছে। এখনকার রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকের দাম ১.৯৩ লাখ থেকে ২.২ লাখ টাকা। আপডেটেড ভার্সনের দাম এর থেকে খানিক বেশি হবে বলেই ধারণা।