বাজারে এসেই বুকিংয়ের ধামাকা দেখিয়েছে মারুতি সুজুকি সুইফট ২০২৪। কদিন আগে ভারতীয় বাজারে চতুর্থ প্রজন্মের সুইফট হ্যাচব্যাক এনেছে কোম্পানি।

বর্তমানে যার এক্স-শোরুম মূল্য 6.49 লক্ষ থেকে 9.65 লক্ষ টাকার মধ্যে৷ জেনে নিন, এই পাঁচ শহরে গাড়ির অন রোড প্রাইস।

এই হ্যাচব্যাকের স্ট্যান্ডার্ড সেফটি কিটে রয়েছে 6টি এয়ারব্যাগ, হিল স্টার্ট অ্যাসিস্ট ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য।

ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, EBD সহ ABS, রিয়ার পার্কিং সেন্সর এবং ISOFIX অ্যাঙ্কর পাবেন এই গাড়িতে।

কলকাতায় এই গাড়ির অনরোড বেস LXI মডেলের দাম 6.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে ট্প ভেরিয়েন্ট VXI 10.79 লাখ টাকা পর্যন্ত যায় ।

মুম্বইয়ে অন রোড প্রাইস ৭.৬৭ লাখ থেকে টপ ভেরিয়েন্ট কিনতে লাগে ১১.৩২ লক্ষ টাকা

৭.৪৩ লাখ থেক ১০.৯৬ লক্ষ টাকা রন রেডা প্রাইস পরে রাজধানী দিল্লিতে

চেন্নাইতে এই গাড়ির অনরোড প্রাইস বেস মডেল থেকে টপ মডেল ৭.৮০ টাকা থেকে ১১.৫১ লক্ষ টাকা ।

নতুন 2024 Maruti Swift-এর ভিতরের সামনে একটি বড় ভাসমান 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে