রয়্যাল এনফিল্ডকেও টেক্কা দেবে এই বাইক, ৯৯৯ টাকাতেই হবে বুকিং

Published by: ABP Ananda
Image Source: Yezdi Bikes

বাজারে এসেছে নতুন ইয়েজডি ২০২৫ বাইকের আপডেটেড ভার্সন।

Image Source: Yezdi Bikes

আপডেটেড এই ইয়েজডি অ্যাডভেঞ্চার ২০২৫ বাইকে প্রচুর কসমেটিক মডিফিকেশন হয়েছে।

Image Source: Somnath Chatterjee

দুটি এলইডি লাইটের সঙ্গে ডুয়াল রিফ্লেক্টর এবং একটি সিঙ্গল প্রজেক্টরও রয়েছে।

Image Source: Somnath Chatterjee

এমনকী টেল ল্যাম্পগুলিতেও টুইন এলইডি পড রয়েছে।

Image Source: Somnath Chatterjee

নতুন রং আসার সঙ্গে সঙ্গে এই বাইকে ফেন্ডার ও বিকও আপডেট করা হয়েছে।

Image Source: Somnath Chatterjee

৩৩৪ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে, ৬ স্পিডের গিয়ারবক্স সহ ২৯.৬ বিএইচপি শক্তি উৎপন্ন হয়।

Image Source: Somnath Chatterjee

ইঞ্জিনে কিছু বদলও আনা হয়েছে। এতে রয়েছে তিনটি মোড - রোড, রেইন ও অফ-রোড।

Image Source: Somnath Chatterjee

দিল্লিতে এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ২.১৫ লক্ষ টাকা।

Image Source: Somnath Chatterjee