মাইলেজের ক্ষেত্রে কোন বুলেট সবচেয়ে ভালো?

Published by: ABP Ananda

ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড বুলেট 350 বেশ জনপ্রিয়

সেই ক্ষেত্রে কোন বুলেটে সবচেয়ে ভালো মাইলেজ দেয়, তা জানা আপনার কর্তব্য

রয়্যাল এনফিল্ড বুলেটের মাইলেজ ৩৭ কিলোমিটার প্রতি লিটার

রয়্যাল এনফিল্ড বুলেট 350 মোট 5 ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে পাওয়া যায়।

রয়্যাল এনফিল্ড বুলেটের বেস মডেলের দাম ১ লক্ষ ৭৩ হাজার টাকা

বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাকের দাম ১ লক্ষ ৭৪ হাজার টাকা

এছাড়াও বুলেট 350 মিলিটারি সিলভারের দাম ১ লক্ষ ৭৯ হাজার টাকা

কোম্পানির বাইকগুলি ক্রুজার ধরনের, যা আপনি সহজেই চালাতে পারবেন

রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলি দেশে নয়, বিদেশেও অত্যন্ত জনপ্রিয়।