কোন রাজ্যে বুলেট বাইক সবচেয়ে সস্তায় পাওয়া যায় ?

Published by: ABP Ananda

রয়্যাল এনফিল্ডের এই বাইকের ভারতীয় বাজারে প্রচুর চাহিদা রয়েছে

বুলেট 350 তে একটি সিঙ্গল-সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এর এক্স-শোরুম দাম ১,৭৩,৫৬২ টাকা থেকে শুরু

রয়্যাল এনফিল্ডের এই বাইকের ভারতীয় বাজারে প্রচুর চাহিদা রয়েছে

এই মোটরসাইকেলের ইঞ্জিন ৬১০০ rpm তে ২০.২ bhp পাওয়ার উৎপন্ন করে

বুলেট 350 এর ইঞ্জিন 4000 rpm তে 27 Nm টর্ক জেনারেট করে

বুলেট ৩৫০-এর অনরোড প্রাইস রাজ্য অনুযায়ী করের হারের উপর নির্ভর করে আলাদা-আলাদা হয়

সবচেয়ে সস্তা বুলেট দিল্লিতে পাওয়া যায় , এখানে অন-রোড প্রাইস ১,৯৮,৬৮০ টাকা

মুম্বইতে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর অন রোড দাম ২,২৩,২০৬ টাকা