বাজাজ নিয়ে এল বিশ্বের প্রথম সিএনজি বাইক। বাজাজ ফ্রিডম ১২৫ বাইকে হাজারও চমক। এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে ৯৫ হাজার থেকে। টপ এন্ড মডেলটি পাবেন ১.১০ লাখে। সংস্থার দাবি এই বাইকের মাইলেজ ২১৩ কিমি। এতে আছে একটি ২ কেজির সিএনজি ট্যাঙ্ক। ২ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৩৩০ কিমি। সিটের নিচে সেট করা আছে এই সিএনজি ট্যাঙ্ক। রাউন্ড হেডল্যাম্প এর অন্যতম বৈশিষ্ট্য। জ্বালানি তেলের বদলে অনেক কম খরচে এবার যাতায়াত সম্ভব।