বাজারে ইয়ামাহার স্কুটারের বিশাল চাহিদা। গত মাসে ইয়ামাহার Ray ZR মডেল বিক্রি হয়েছে ১৩,৭৯৪টি। এর এক্স শো-রুম দাম ৮৮ হাজার টাকা। মে মাসে ৯৩৩০ ইউনিট বিক্রি হয়েছে Yamaha Sascino। এই স্কুটারের দাম রাখা হয়েছে ৮২,২৮৩ টাকা। ১২৫ সিসির এই স্কুটারে স্টোরেজ স্পেস ২১ লিটারের। এরপরে Yamaha AEROX বিক্রি হয়েছে ১৬৭১টি। দাম খানিক বেশি এই স্কুটারের, ১.৪৮ লাখ টাকা। প্রিমিয়াম লুক আছে এই স্কুটারে। ইয়ামাহা মে মাসে মোট ৬৪,২২২ ইউনিট স্কুটার বিক্রি করেছে।