স্পেসশিপ নয়! এটি ভারতের সবচেয়ে দামী স্কুটার! কত দাম জানেন?

Published by: ABP Ananda

দু'চাকা নিয়ে প্য়াশন রয়েছে? তাহলে আপনার জন্য একটি বিশেষ স্কুটার এনেছে BMW



সাই-ফাই কোনও সিনেমার দু'চাকা বলে মনে হবে প্রথমে। এটাই ভারতের সবথেকে দামী স্কুটার



এর নাম CE 04, বৈদ্যুতিন এই স্কুটারের ডিজাইন নজরকাড়া- ঠিক যেন কোনও মহাকাশযান



বহু ফিচারে ঠাসা BMW-এর এই স্কুটার। একাধিক ভ্যারিয়েন্ট এনেছে সংস্থা।



LED লাইট, ফ্লোটিং সিট, ১৫ ইঞ্চির চাকা রয়েছে এই স্কুটারে



তুলনামূলক ভাবে নীচু এই স্কুটার, কিন্তু চালাতে এবং চড়তে ২টোই সুবিধাজনক এটি।



এর বৈদ্যুতিন মোটর 42hp শক্তি তৈরি করে। একটি পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রিক মোটর। ব্যাটারি ও পিছনের চাকার মধ্যে রয়েছে।



এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টার ১২০ কিলোমিটার। এর যা ব্যাটারি তাতে রেঞ্জ মোটামুটি ১৩০ কিলোমিটার



BMW-এর এই স্কুটারের দাম ১৪.৯ লক্ষ টাকা।



এর থেকে অনেক কম দামে এর থেকে বেশি ফিচারের স্কুটার মেলে। কিন্তু CE 04 এর ডিজাইনই কাড়ছে নজর