হিরোর স্প্লেন্ডার প্লাস অন্যতম একটি জনপ্রিয় বাইক। এই বাইকের আসল দাম ৭৫৪৪১ টাকা। অন রোড দাম যদিও একটু বেশি ৮৯১৬৯ টাকা। কিন্তু মাত্র ১০ হাজারেই ঘরে আনতে পারবেন এই বাইক। বাকি ৭৯১৬৯ টাকা ব্যাঙ্ক লোন পাবেন। লোনের সুদ দিতে হবে ১০.৫ শতাংশ হারে। ডাউনপেমেন্টের পরে মাসে মাসে EMI পড়বে ২৫৭৩ টাকা। ঋণ পাবেন ৩ বছরের জন্য। এই ৩ বছরে সুদ বাবদ আপনি দেবেন ১৩৪৬৬ টাকা। হিরোর এই বাইকে মাইলেজ পাবেন ৮০ কিমি।