৯০ বছর আগে কেমন দেখতে ছিল রয়্যাল এনফিল্ডের বুলেট বাইক ?

Published by: ABP Ananda

ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকের জনপ্রিয়তা অতুলনীয়।

যুবকদের কাছে বেশ জনপ্রিয় এই বুলেট বাইক, যার ইতিহাস বেশ পুরোনো।

আপনি কি জানেন যে ৯০ বছর আগে বুলেট বাইক কেমন দেখতে ছিল ?

রয়্যাল এনফিল্ডের এই মোটরবাইকটি ১৯৩১ সালে চালু হয়েছিল।

সেই সময় লঞ্চ হওয়া মোটরবাইকটিকে 'এনফিল্ড বুলেট' নামে পরিচিত ছিল।

এই মোটরবাইক সেই সময়ও একটি নির্ভরযোগ্য বাইক হিসেবে বিবেচিত হত।

ইশার গ্রুপ ১৯৯০-এর দশকে রয়্যাল এনফিল্ড বুলেট অধিগ্রহণ করেছিল।

ভারতীয় সেনা সীমান্ত এলাকায় পাহারার জন্য এই বাইকের ব্যবহার করত।

১৯৫১ সালে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ আনা হয়েছিল।