৩৫০ সিসির বুলেট এক লিটার পেট্রোলে কত মাইলেজ দেবে?

Published by: ABP Ananda

রয়াল এনফিল্ড বুলেট 350 ভারতীয় বাজারে বিক্রি হওয়া সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেলগুলির মধ্যে একটি।

আপনি কি জানেন যে ১ লিটার পেট্রোলে বুলেট ৩৫০ বাইক কত মাইলেজ দেয়

বুলেট ৩৫০ সিসি সেগমেন্টে আসে, যাতে সিঙ্গল-সিলিন্ডার-SOHC ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন লাগানো থাকে

বাইকের বিশেষ বৈশিষ্ট্য হল এর মেটাল বডি ও ইঞ্জিন, যার ক্ষমতাই এর পরিচয়।

বুলেট বাইকের মাইলেজের কথা বললে, এটি এক লিটার পেট্রোলে ৩৫ কিমি গড় মাইলেজ দিতে পারে

বুলেটের দাম ১,৭৪,০০০ টাকা থেকে শুরু হয়ে ২,১৫,০০০ টাকা পর্যন্ত যায়

রয়্যাল এনফিল্ড গত বছর বাজারে বাইকটি ব্যাটালিয়ন ব্ল্যাক কালারে চালু করেছিল

রয়্যাল এনফিল্ড এই মোটরসাইকেলটিকে ‘বুলেট মেরি জান’ ট্যাগ দিয়েছে

রয়াল এনফিল্ড বুলেট 350 ভারতীয় বাজারে বিক্রি হওয়া সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেলগুলির মধ্যে একটি।