বাজারে এল রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইক।



এতে আছে আশ্চর্য ৪৫২ সিসির শেরপা ইঞ্জিন।



হিমালয়ান ৪৫০-র উন্নত সংস্করণ বলা চলে এই বাইককে।



৬ স্পিডের গিয়ারবক্স, ১৪৪০ মিমির হুইলবেস রয়েছে এতে।



দুটি মোড পাবেন বাইকে- পারফরম্যান্স এবং ইকো মোড।



১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট এর অন্যতম ফিচার্স।



তিনটি ভ্যারিয়ান্ট পাবেন এই বাইকের।



অ্যানালগ, ড্যাশ ও ফ্ল্যাশ এই তিন ভ্যারিয়ান্টই এসেছে বাজারে।



গেরিলা বাইকের দাম শুরু হচ্ছে ২.৩৯ লাখ টাকা থেকে।



ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের দাম পড়বে ২.৫৪ লাখ টাকা।