সুজুকির স্কুটারের বেশ ভাল চাহিদা আছে বাজারে। নতুনরূপে এবার বাজারে এল সুজুকির বার্গম্যান স্ট্রিট। এর সমস্ত বডিতেই রয়েছে ম্যাট ব্ল্যাক পেইন্ট। ১২৪ সিসির এয়ার কুলড ইঞ্জিন আছে এই স্কুটারে। ৮.৫৮ এইচপি শক্তি ও ১০ এনএম টর্ক উৎপন্ন হয় এতে। এই স্কুটিতে মাইলেজ পাবেন ৫৫.৮৯ কিমি। ব্লুটুথ কানেক্ট, ডিজিটাল কনসোল রয়েছে এই স্কুটারে। সর্বোচ্চ ৯৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে। সুজুকির বার্গম্যান স্ট্রিট নতুন মডেলে হাজারও চমক। দাম শুরু ৯৬,৮২৪ টাকা থেকে।