Uber-এ নিজের বাইক চালিয়ে কত রোজগার হবে ? উবেরে বাইক রেজিস্টার করতে পারেন আপনি। একটা ছোট্ট কাজেই বাইক চালিয়ে উপার্জন শুরু করতে পারেন। উবেরের অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য সাইন আপ করতে হবে। বাইকের সমস্ত তথ্য দিতে হবে আপনাকে। বাইকের স্ট্যান্ডার্ড ভাড়া, সার্ভিস চার্জ, বুকিং ফি ইত্যাদি জুড়ে ভাড়া দেখায়। এর মধ্যে বিশেষ সময়ে কিছু সার্জ পান চালকরা। একেক শহরে একেক রকম চার্জ থাকে। কোনো রাইডে ১০০ টাকা ভাড়া হলে এর মধ্যে চালক পাবেন ন্যূনতম ৬৫ টাকা। কতক্ষণ বাইক চালানো হচ্ছে দিনে তাঁর উপর আয় নির্ভর করে।