আগামী মাসেই বাজারে আসছে এই ৪ বাইক। জমে উঠবে হিরো আর হোন্ডার যুগলবন্দি। ১৫ জুলাই আসবে Honda PCX Electric। এক চার্জে চলবে ১৫০ কিমি রাস্তা। ওইদিনেই লঞ্চ হবে Honda Rebel 300। ২৮৬ সিসির এই বাইকে মাইলেজ ৩০ কিমি। এরপর আছে Honda CB500F মডেলটি। ২০ জুলাই বাজারে আসবে এই বাইক। সবশেষে হিরোর 450 ADV বাইক উল্লেখ্য। ২৮ কিমির মাইলেজ দেবে এই বাইক।