Image Source: Pexels

কখনই খুব জোরে ঘষে ঘষে চুলে তেল ম্যাসাজ করবেন না। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়।

Image Source: Pexels

অনেকেই চুলে তেল ম্যাসাজ করে সারারাত রেখে তারপরের দিন শ্যাম্পু করেন। এই অভ্যাস ত্যাগ করা দরকার।

Image Source: Pexels

অনেকে ভাবেন প্রচুর তেল দিয়ে চুলে ম্যাসাজ করলেই চুলের স্বাস্থ্য ভাল থাকবে। একথা মোটেই সত্যি নয়।

Image Source: Pexels

ভেজা চুলে কখই তেল ম্যাসাজ করবেন না। এর জেরে চুলে জট পড়ে যেতে পারে।

Image Source: Pexels

যদি আপনার চুল এবং মাথার স্ক্যাল্প দুটোই খুব তৈলাক্ত বা অয়েলি ধরনের হয় তাহলে মাথায় তেল ম্যাসাজ করা থেকে বিরত থাকুন।

Image Source: Pexels

চুলে কখনই ঠান্ডা তেল ম্যাসাজ করবেন না। হাল্কা গরম করে তারপর সেই তেল চুলে লাগান।

Image Source: Pexels

চুলে তেল লাগানোর পরে চিরুনি ব্যবহার করবেন না। বরং তেল ম্যাসাজ করার আগে ভালভাবে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন।

Image Source: Pexels

চুলে তেল লাগানো হয়ে গেলে তা বেঁধে রাখুন (বড় চুলের ক্ষেত্রে)। খুব টাইট করে তেল লাগানো চুল বাঁধা উচিত নয়।

Image Source: Pexels

মাথায় তেল লাগানো অবস্থায় বাইরে বেরোবেন না। এর ফলে চুলে অতিরিক্ত পরিমাণে ধুলো ময়লা আটকে যেতে পারে।

Image Source: Pexels

আলতো হাতে যত্ন করে মাথার তালু এবং চুলের লম্বা অংশে তেল লাগাতে হবে। খুব জোরে ঘষে ম্যাসাজ একেবারেই চলবে না।