কীভাবে তৈরি হচ্ছে রাম মন্দির? রইল খুঁটিনাটি তথ্য। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২.৭ একর জমির ওপরে।
ABP Ananda

কীভাবে তৈরি হচ্ছে রাম মন্দির? রইল খুঁটিনাটি তথ্য। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২.৭ একর জমির ওপরে।



মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট।
ABP Ananda

মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট।



মন্দিরের মোট দৈর্ঘ্য ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট।
ABP Ananda

মন্দিরের মোট দৈর্ঘ্য ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট।



ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা ১৬১ ফুট।
ABP Ananda

ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা ১৬১ ফুট।



ABP Ananda

রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে।



ABP Ananda

মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২। আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে।



ABP Ananda

রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২। একেবারে ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা।



ABP Ananda

মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার।



ABP Ananda

গোটা মন্দির তৈরি হয়েছে গোলাপি রঙের বেলেপাথর দিয়ে। সব তথ্যের সূত্র: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইট



জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি, রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উদ্বোধন হবে রাম মন্দিরের।