Image Source: Matthew Perry Instagram

সদাহাস্যময় 'চ্যান্ডলার বিং' চিরঘুমে চলে গিয়েছেন মাসদুয়েক আগে। কিন্তু কেন?

'কেটামিন ওভারডোজ'। ম্যাথু পেরির হঠাৎ-মৃত্য়ুর কারণ এটিই, বলছেন বিশেষজ্ঞরা।

লস অ্যাঞ্জেলিস কাউন্টি-র মেডিক্যাল এগজামিনারের রিপোর্টে ইঙ্গিত সে রকমই।

মাদকাসক্তি যে তাঁকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, সে কথা বিলক্ষণ জানতেন ম্যাথু।

আসক্তিই কি কাল হল? আলোচনা শুরু দুনিয়াজুড়ে। হিসেব বলছে, মাদকের বলি, হলি-তারকার সংখ্যা মোটেও কম নয়।

মেরিলিন মনরো-র কথা ভুললে চলবে না। মৃত্য়ুর কারণ? 'barbiturate overdose'

জিম মরিসন, হিথ লেজার-- কম-বেশি সকলেই বিপদ ডেকে এনেছিলেন এক ভাবে।

পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুও অনেকে ভোলেননি। একাধিক ওষুধের মিশ্রণ সেবনে মৃত্য়ু হয় তাঁর।

ফিলিপ সেমুর হফম্যান, হুইটনি হিউস্টন, জিমি হেনড্রিক্স, অ্যামি ওয়াইনহাউস...তালিকাটি লম্বা।

প্রত্য়েকেই মাদকাসক্তির সঙ্গে লড়াই করেন, তার পর একদিন সব শেষ। সেই তালিকায় এবার নাম ম্যাথুর?

Thanks for Reading. UP NEXT

রতন টাটার অসমবয়সি বন্ধুকে চেনেন?

View next story