একদিনে ২০ শতাংশ বাড়ল আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার। ছবি- পিক্সাবে ৮৫৪.৩০ টাকার সীমা ছুঁয়েছে এই শেয়ার। আগের ট্রেডিং সেশনের থেকে ৫.৩ শতাংশ বাড়ল দাম। আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চুক্তি করেছে রোলস-রয়েস। ৭ বছরের এই চুক্তির খবর নজর কেড়েছে বিনিয়োগকারীদের। আইপিও লঞ্চ হওয়ার পরেই বাড়তে থাকে দাম। ডিসেম্বরের শেষে আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের দাম ছিল ৬৭৭ টাকা। আজকের দাম ধরলে বৃদ্ধি প্রায় ৬৩ শতাংশ। ৮০.৬৫ গুণ সাবস্ক্রিপশন এসেছিল এই সংস্থার আইপিওতে। শেয়ার কেনা থাকলে ১ লাখ হত ১.২০ লাখ।