ঘরে অভাব, বাবার সামান্য আয়ে সংসার চলত না মুস্তাফাদের।
ছবি- পিসি মুস্তাফার ফেসবুক


মুস্তাফা ভেবেছিলেন বাবার মতই দিনমজুরি করবেন।



স্কুলের এক শিক্ষকের অনুপ্রেরণায় বদলে গেল জীবন।



পড়াশোনার সঙ্গে গ্রামে জ্বালানি কাঠ বেচে আয় হত কিছু।



সেই টাকা জমিয়ে কেনা হল ছাগল। পরে সেটা বেচে একটা গরু এল।



অবস্থা ফিরল মুস্তাফাদের। তারপর শুরু নিজের ব্যবসা।



২০০৬ সালে শুরু করেন ইডলি ব্যাটার তৈরির দোকান 'আইডি ফ্রেশ'।



৫০ বর্গফুটের দোকান থেকে আজ ৩০০০ কোটির ব্যবসা মুস্তাফার।



কিচেনে তৈরি হয় ১ লক্ষ কিলো ইডলি ব্যাটার, ৫ লক্ষ পরোটা।



ব্যবসায়িক সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত পিসি মুস্তাফা।