শেয়ার মার্কেটে বিনিয়োগ নিয়ে এখন অনেকেই অত্যন্ত আগ্রহী। আয়ের দ্বিতীয় উৎস হিসেবেও অনেকে ভেবে থাকেন।
এই বিনিয়োগের বাজারে বহু শব্দবন্ধ বা টার্ম রয়েছে, যা আগে থেকে অনেকেই শোনেননি। তারই কয়েকটা রইল এখানে
Share Certificate: যখন ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না তখন শেয়ার কিনলে শংসাপত্র দেওয়া হতো। এখন খুব কম ক্ষেত্রে এটি রয়েছে।
Demat Account: শেয়ার কেনাবেচার হিসেব থাকে এই অ্যাকাউন্টে। ট্রেডিংয়ে ডিজিটালাইজেশন এবং সহজে শেয়ার কেনাবেচা করা যায় এর মাধ্য়মে
Depository Participant: একে ছোট করে DP বলা হয়। ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্রোকারেজ সংস্থা- যেগুলি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে এবং চালাতে সাহায্য করে।
Central Depository: NSDL এবং CDSL- ভারতে এই দুটিই সেন্ট্রাল ডিপোজিটরি- এরা যাবতীয় ডিম্যাট অ্যাকাউন্টের কেন্দ্রীয় ভাবে তথ্য রাখে।
T+2 Settlement Cycle: এটি শেয়ার বাজারের লেনদেনের ভাষা। যেদিন বেচাকেনা হয় সেটি ট্রেড ডে (T)-তার দুদিন পরে স্টকের বা টাকার লেনদেন হয় তাই T+2
Nomination for demat account: এখন প্রতি ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারকে নমিনি করতে হয়, যাতে তাঁর অবর্তমানে এই স্টকের যাবতীয় দায়ভায় নমিনি করা ব্যক্তির কাছে যায়।
Pledge and Unpledged: Pledging এর মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টের যাবতীয় সিকিউরিটস কোল্যাটেরাল করা হয়, Unpledging মানে সেখান থেকে ছাড়া।
International Securities Identification Number- প্রতিটি সংস্থা যার শেয়ার তালিকাভুক্ত তাদের একটি ১২ সংখ্যার বিশেষ নম্বর থাকে। এর মাধ্যমেই ট্রেডিংয়ের যাবতীয় কাজ ট্র্যাক হয়।