এশিয়া কাপে বিরল এক রেকর্ডের হাতছানি রয়েছে বাবর আজমের সামনে



পাকিস্তানের অধিনায়কের ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি রয়েছে



বাবর ১৮ সেঞ্চুরি করেছেন ১০১টি ওয়ান ডে-তে



ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ড রয়েছে সঈদ আনোয়ারের



২৪৪ ইনিংসে ২০টি সেঞ্চুরি রয়েছে আনোয়ারের



সেই রেকর্ড থেকে মাত্র ২ সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বাবর



চলতি এশিয়া কাপে আর দুটি সেঞ্চুরি করলেই পাক কিংবদন্তি আনোয়ারকে স্পর্শ করবেন বাবর



এশিয়া কাপ ও বিশ্বকাপ - সব মিলিয়ে বড় মঞ্চ সাজানো রয়েছে বাবরের সামনে



আর তিন সেঞ্চুরি করলেই পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে সেঞ্চুরির মালিক হবেন বাবর



বাবরের অনুগামীরা দ্রুত রেকর্ড দেখতে চাইছেন প্রিয় নায়কের ব্যাটে (ছবি - বাবরের ফেসবুক থেকে নেওয়া)