নিমেষে মুখে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়াদের মেরে ফেলে।
সাইট্রিক অ্যাসিড মুখের ভিতরে থাকা জীবাণু নষ্ট করে ।
লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন গ্রিন টি বা সাধারণ চা খেতে পারেন।
গরম জলে বেকিং সোডা গুলে কুলকুচি করুন।
রাতে ও দিনে দু বার ব্রাশ করুন। ব্যবহার করুন মাউথ ফ্রেশনার।
খাবার পর মুখে রাখুন। চিবোলে গন্ধ দূর হবে।
ভাল করে ধুয়ে চিবোতে পারেন। মুখের গন্ধ কাটবে।
তাঁদের অবশ্যই সাহায্য নিতে হবে ডেন্টিস্টের।
মুখের গন্ধের সঙ্গে অনেক সময়ই জড়িয়ে থাকে কোনও রোগ।
যা, চিকিৎসাতেই সারে । টোটকায় ফল না পেলে চিকিৎসাই করাতে হবে।
রোজ নিয়ম করে ২-৩ টে করে চিবোতে হবে। মুখে দুর্গন্ধর সমস্যা পালাবে!