Image Source: Zayed Khan Instagram

আজ জন্মদিন বলিউড অভিনেতা জায়েদ খানের, দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

Image Source: Zayed Khan Instagram

'চুরা লিয়া হ্যায় তুমনে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জায়েদ খান, এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন

Image Source: Zayed Khan Instagram

বি টাউনে জায়েদ খানের কেরিয়ার দীর্ঘ নয়, কিছু বছর পর ছবির জগত থেকে সরে যান

Image Source: Zayed Khan Instagram

'ম্যায় হুঁ না' ছবিতে নায়কের চরিত্রে দেখা যায় জায়েদ খানকে, এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম হিট ছবি ছিল

Image Source: Zayed Khan Instagram

জানা যায়, 'ম্যায় হুঁ না' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হত জায়েদ খানের, কিন্তু কিং খানের চোট লাগার কারণে ছবি তৈরি হতে দেরি হয়

Image Source: Zayed Khan Instagram

জায়েদ খানের ব্যক্তিগত জীবনও যেন সিনেমার মতো, ছোটবেলার প্রেমিকা মালাইকা পারেখের সঙ্গে বিবাহিত জীবন শুরু করেন

Image Source: Zayed Khan Instagram

জায়েদ খানের বাবা সঞ্জয় খান চেয়েছিলেন ছেলে আইনজীবী হোক, কিন্তু ছেলে বেছে নিয়েছিলেন রুপোলি পর্দার জগত

Image Source: Zayed Khan Instagram

একবার শ্যুটিংয়ের সেটে আগুন লাগার ফলে জায়েদ খানের শরীরের অনেকটা পুড়ে গিয়েছিল

Image Source: Zayed Khan Instagram

ছববির জগতে আসলেও পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন জায়েদ, বিজনেস ম্যানেজমেন্টের পড়া শেষ করে ফিল্ম মেকিং নিয়েও পড়াশোনা করেন

Image Source: Zayed Khan Instagram

একই স্কুলে পড়াশোনা করতেন জায়েদ খান এবং এষা দেওল, তাঁরা একে অপরের ছোটবেলার বন্ধুও, পরবর্তীকালে পর্দায় জুটিও বাঁধেন