দীপাবলি, ধনতেরাসে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে এটাই হতে পারে সেরা সময়। চলতি বছরে স্থায়ী আমানতে বেশ কয়েকবার সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি।

মে থেকে ক্রমাগত FD সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াতেই এই হার বৃদ্ধি করা হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক সম্প্রতি স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে।

SBI এখন থেকে 7 দিন থেকে 10 বছরের মধ্যে FD তে সাধারণ গ্রাহকদের 3.00 শতাংশ থেকে 5.85 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 3.50 শতাংশ থেকে 6.65 শতাংশ সুদ দিচ্ছে৷

ICICI ব্যাঙ্ক 7 দিন থেকে 10 বছরের মধ্যে ব্যাঙ্ক এফডি-তে সাধারণ নাগরিকদের 3% থেকে 6.20 শতাংশ সুদ দিচ্ছে৷ প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 3.50 শতাংশ থেকে 6.75 শতাংশ

অ্যাক্সিস ব্যাঙ্কও FD সুদের হার বাড়িয়েছে। বর্ধিত সুদের হার 14 অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

Axis Bank এখন 3.50 শতাংশ থেকে 6.10 শতাংশ পর্যন্ত সাধারণ জনগণকে ও 3.50 শতাংশ থেকে 6.85 শতাংশ প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে।

HDFC ব্যাঙ্ক এখন সাধারণ গ্রাহককে 3.00 শতাংশ থেকে 6.00 শতাংশ পর্যন্ত ও 3.50 শতাংশ থেকে 6.75 শতাংশ পর্যন্ত প্রবীণ নাগরিকদের এফডিতে সুদ দেবে।

HDFC ব্যাঙ্ক খুচরো বিনিয়োগকারীদের জন্য FD সুদের হার 75 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে।