নিত্যপ্রয়োজনীয় নানা দরকারে, সরকারি পরিষেবায় আধার কার্ডের নম্বর দেওয়া প্রায় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে
লক্ষ্মীর ভাণ্ডার হোক বা দুয়ারে সরকারে গিয়ে অন্যান্য পরিষেবার জন্য আবেদন করলে ফর্মে থাকছে আধার কার্ডের নম্বর দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা
মোবাইল নম্বর নিতে যেমন লাগছে আধার কার্ডের নম্বর, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক - এখন করে নিতেই হচ্ছে গ্রাহকদের
ঠিকানার বদলই হোক বা মোবাইল নম্বর পরিবর্তন, আধার পরিষেবার মাধ্যমে আধার কার্ডের টুকিটাকি পরিবর্তন তো করে নিতেই হয় আমাদের।
অনেক জায়গায় আধার কার্ডের তথ্যাদি আপডেট করার নামে বেশি টাকা নেওয়ার অভিযোগ ওঠে
এই অবস্থায় জেনে রাখা দরকার, আধার কার্ডের তথ্যাদি আপডেট করার জন্য সরকারি রেট কত ?
বায়োমেট্রিক আপডেট : আঙুলের ছাপ, আইরিস, ফটো আপডেট করতে হলে বয়স যদি ৫ থেকে ৭ ও ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হয় তাহলে বিনামূল্যে করা যাবে। অন্যান্যদের ক্ষেত্রে লাগবে ১০০টাকা
নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস আপডেট : বায়োমেট্রিক আপডেটের সঙ্গে করে নিলে বিনামূল্যে। অন্যথায় ৫০ টাকা লাগবে
ঠিকানা ও পরিচয়ের সাপেক্ষে প্রমাণপত্র জমা : myAadhaar পোর্টাল myaadhaar.uidai.gov.in/du - এর সাহায্যে করলে বিনামূল্যে।