নিত্যপ্রয়োজনীয় নানা দরকারে, সরকারি পরিষেবায় আধার কার্ডের নম্বর দেওয়া প্রায় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে
ABP Ananda

নিত্যপ্রয়োজনীয় নানা দরকারে, সরকারি পরিষেবায় আধার কার্ডের নম্বর দেওয়া প্রায় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে



লক্ষ্মীর ভাণ্ডার হোক বা দুয়ারে সরকারে গিয়ে অন্যান্য পরিষেবার জন্য আবেদন করলে
ABP Ananda

লক্ষ্মীর ভাণ্ডার হোক বা দুয়ারে সরকারে গিয়ে অন্যান্য পরিষেবার জন্য আবেদন করলে
ফর্মে থাকছে আধার কার্ডের নম্বর দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা


মোবাইল নম্বর নিতে যেমন লাগছে আধার কার্ডের নম্বর, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক
ABP Ananda

মোবাইল নম্বর নিতে যেমন লাগছে আধার কার্ডের নম্বর, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক
বা প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক - এখন করে নিতেই হচ্ছে গ্রাহকদের


ঠিকানার বদলই হোক বা মোবাইল নম্বর পরিবর্তন, আধার পরিষেবার মাধ্যমে
ABP Ananda

ঠিকানার বদলই হোক বা মোবাইল নম্বর পরিবর্তন, আধার পরিষেবার মাধ্যমে
আধার কার্ডের টুকিটাকি পরিবর্তন তো করে নিতেই হয় আমাদের।


ABP Ananda

অনেক জায়গায় আধার কার্ডের তথ্যাদি আপডেট করার নামে বেশি টাকা নেওয়ার অভিযোগ ওঠে



ABP Ananda

এই অবস্থায় জেনে রাখা দরকার, আধার কার্ডের তথ্যাদি আপডেট করার জন্য সরকারি রেট কত ?



ABP Ananda

বায়োমেট্রিক আপডেট : আঙুলের ছাপ, আইরিস, ফটো আপডেট করতে হলে বয়স যদি ৫ থেকে ৭ ও ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হয়
তাহলে বিনামূল্যে করা যাবে। অন্যান্যদের ক্ষেত্রে লাগবে ১০০টাকা


ABP Ananda

নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস আপডেট :
বায়োমেট্রিক আপডেটের সঙ্গে করে নিলে বিনামূল্যে। অন্যথায় ৫০ টাকা লাগবে


ABP Ananda

ঠিকানা ও পরিচয়ের সাপেক্ষে প্রমাণপত্র জমা : myAadhaar পোর্টাল myaadhaar.uidai.gov.in/du - এর সাহায্যে করলে বিনামূল্যে।



কোনও আধার কেন্দ্রে গিয়ে করলে লাগবে ৫০ টাকা।
তথ্যসূত্র - UIDAI