ABP Ananda


বদলে গিয়েছে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার । বর্তমানে সরকারি এই সঞ্চয় স্কিমে কত সুদ পাবেন ?


ABP Ananda


পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে কত সুদ পাবেন আপনি। জেনে নিন, সাম্প্রতিক রেট।


ABP Ananda


সরকার বর্তমানে জানুয়ারি থেকে মার্চে সুকন্যা সমৃদ্ধিতে টাকা রাখলে 8.2 শতাংশ সুদ দিচ্ছে।


ABP Ananda


2015 সালে সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও উদ্যোগের অংশ হিসাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করে।


ABP Ananda


এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম 1,000 টাকা প্রয়োজন হত। এখন তা কমিয়ে 250 টাকা করা হয়েছে।


ABP Ananda

PPF
এটিও একটি সরকারি দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিকল্প। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সম্পদ বৃদ্ধিকে সাহায্য করে।


ABP Ananda


পিপিএফ স্কিমের প্রধান সুবিধা হল জাতীয় আয়কর আইন অনুসরণ করে সংগৃহীত সুদ ও রিটার্ন করমুক্ত


ABP Ananda


PPF অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা ও প্রতি অর্থবছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। সুদ 7.1 শতাংশ


ABP Ananda


সিনিয়রদের জন্য একটি জনপ্রিয় বিনিয়োগের জায়গা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)।


ABP Ananda


SCSS এর মেয়াদ পাঁচ বছর, মেয়াদপূর্তির পর তিন বছরের মেয়াদ বাড়ানোর নিয়ম রয়েছে।


ABP Ananda


সরকার বর্তমানে জানুয়ারি থেকে মার্চে টাকা রাখলে এর জন্য 8.2 শতাংশ সুদ দিচ্ছে।