ABP Ananda


এবার ফের কলকাতায় ঘটল ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। ভিডিও কলের মাধ্যমে ১৪ দিন নজরবন্দি করে রেখেছিলেন প্রতারকরা


ABP Ananda


সব মিলিয়ে জালিয়াতদের ভয়ে ১৭ লক্ষ টাকা খুইয়েছেন ওই ব্যক্তি।


ABP Ananda


গড়িয়াহাটের ওই বাসিন্দা জানিয়েছেন, তিন ভাগে ওই টাকা নিয়েছে প্রতারকরা। প্রথমে ২৬ তারিখ ১৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি।


ABP Ananda


পরে ২৭ তারিখ একই ভাবে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা। এর পরে গুগল পের মাধ্য়মে ডগদের ৫০ হাজার টাকা পাঠান তিনি।


ABP Ananda


সব মিলিয়ে ১৭ লাখ টাকা গড়িয়াহাটের ওই বাসিন্দার থেকে নিয়েছে জালিয়াতরা।


ABP Ananda


ওই ব্য়ক্তি জানিয়েছেন, ED-CBI দিল্লি পুলিশের নাম করে ১৪ দিন ধরে নজরবন্দি ছিলেন তিনি।


ABP Ananda


কাউকে কিছু বললে অ্যারেস্ট করার হুমকি দেওয়া হয় তাঁকে। এমনকী বিষয়টি জানাজানি হলে তাঁকে খুন করাও হতে পারে।


ABP Ananda


প্রাণের ঝুঁকির কথা শুনে একপ্রকার বাধ্য হয়েই টাকা দিয়েছিলেন। যদিও টাকা দেওয়ার পর ঠগদের আচরণে সন্দেহ হয় তাদের।


ABP Ananda


ওই ব্যক্তির স্ত্রী স্ক্যামারদের ফোন করতেই টনক নড়ে সবার। দেখা যায়, বার বার ফোন করলেও ওই নম্বরগুলি থেকে কোনও উত্তর আসে না।



দিল্লি পুলিশ হেডাকোয়ার্টারস বা SBI বলে যে নম্বর থেকে ফোন আসত সেটিও 'ডাস নট এক্সিস্ট' বলছে।