গুগল থেকে আপনার ডেটা কীভাবে ডিলিট করবেন তা জানেন কি?

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকের ডিজিটাল যুগে গুগল সার্চের মতো অনলাইন কার্যকলাপ প্রায় সংরক্ষিত হয়।

Image Source: pexels

অনুসন্ধান ইঞ্জিন গুগল এই ডেটা বিজ্ঞাপন এর জন্য ব্যবহার করে

Image Source: pexels

বহুবার আমরা গুগল থেকে আমাদের অনুসন্ধান করা ডেটা মুছে ফেলতে চাই।

Image Source: pexels

জেনে নেওয়া যাক গুগল সার্চ ইঞ্জিন থেকে কীভাবে আপনার ডেটা সরিয়ে ফেলা যায়।

Image Source: pexels

আপনাকে প্রথমে আপনার Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

Image Source: pexels

সর্বপ্রথম My Activity পাতায় গিয়ে httpsmyactivitygooglecom এ আপনার করা কাজের ডেটা দেখুন।

Image Source: pexels

পরের বার আপনি Delete activity নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ গুগল হিস্টরি ডিলিট করতে পারবেন।

Image Source: pexels

এছাড়াও, সার্চ হিস্ট্রি মুছতে চাইলে Web & App Activity বিভাগে গিয়ে সার্চ হিস্টরি সরিয়ে ফেলতে হবে।

Image Source: pexels

তারপর Location History তে যান এবং ততক্ষণে থাকা আপনার Google লোকেশন ডেটা ডিলিট করুন।

Image Source: pexels