বাইকের মাইলেজ বাড়াতে নজরে রাখুন এই জিনিসগুলি

Published by: ABP Ananda
Image Source: pexels

বাইক ভালো রাখা, তা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে কে না চায়

Image Source: pexels

কিন্তু তার জন্য সবথেকে জরুরি হল বাইকের পারফরম্যান্স ঠিকঠাক রাখা

Image Source: pexels

বিশেষ করে যখন মাইলেজের ঠিক রাখাটা অত্যন্ত জরুরি

Image Source: pexels

আপনি কি জানেন কিভাবে বাইকের মাইলেজ বাড়ানো যায়?

Image Source: pexels

বাইকের মাইলেজ বাড়ানোর জন্য আপনাকে সময়ে সময়ে বাইকের সার্ভিস করানো জরুরি

Image Source: pexels

আপনাকে বাইকের ইঞ্জিনের তেল সঠিক সময়ে পরিবর্তন করতে হবে, যাতে ইঞ্জিনের কর্মক্ষমতা ভালো থাকে

Image Source: pexels

এয়ার ফিল্টারও পরিষ্কার রাখাটা জরুরি, যা ইঞ্জিনকে ভালো রাখতে সাহায্য করে

Image Source: pexels

বেশি জোরে বাইক চালানো চলবে না, বাইকের গতি ৫০ থেকে ৭০ কিমি/ঘণ্টা হলে ভালো মাইলেজ পাওয়া যায়

Image Source: pexels

মোটরসাইকেল চালানোর সময়, হঠাৎ করে গতি বাড়ানো এবং ব্রেক কষা থেকে বিরত থাকুন

Image Source: pexels

এছাড়াও রাস্তার পরিস্থিতি অনুযায়ী সঠিক গিয়ার ব্যবহার করাটাও মাইলেজ ঠিকঠাক রাখার জন্য জরুরি

Image Source: pexels