এলআইসি পলিসির অনলাইন স্ট্যাটাস কীভাবে দেখবেন? জেনে নিন

Published by: ABP Ananda
Image Source: pexels

এলআইসি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য বিমা কোম্পানি।

Image Source: pexels

আগে পলিসির তথ্য জানার জন্য লোকেদের এলআইসি অফিসে যেতে হত।

Image Source: pexels

কিন্তু এখন এই কাজটি সম্পূর্ণভাবে অনলাইন হয়েছে।

Image Source: pexels

এই পরিস্থিতিতে, LIC পলিসির অনলাইন স্ট্যাটাস পরীক্ষা করার সহজ উপায়গুলি নিচে দেওয়া হল।

Image Source: pexels

ওয়েবসাইটটি licindia.in খুলুন।

Image Source: pexels

মেন পেজে গ্রাহক পোর্টাল অথবা গ্রাহক পোর্টালে লগ ইন করুন এই বিকল্পটি দেখা যাবে।

Image Source: pexels

নতুন ব্যবহারকারী এর ওপর ক্লিক করে আপনার তথ্য পূরণ করুন। নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ইমেইল লিখুন।

Image Source: pexels

ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।

Image Source: pexels

আপনার পলিসি যোগ করতে “Enroll Policy” বোতামে ক্লিক করুন।

Image Source: pexels

এখন আপনি সেই পলিসির অবস্থা দেখতে পারেন।

Image Source: pexels