ABP Ananda


আমরা যখন একটি ছোট বার্নারে কম আঁচে খাবার রান্না করি, তখন এক ঘণ্টায় প্রায় 138 গ্রাম গ্যাস পুড়ে যায়


ABP Ananda



একটি বড় বার্নারে, এক ঘন্টায় 180 গ্রাম গ্যাস পোড়ে।

ABP Ananda


ক্রমবর্ধমান মূল্যস্ফীতির যুগে বারবার সিলিন্ডার কেনা মধ্যবিত্ত পরিবারের বাজেটে টান ফেলেছে।


ABP Ananda


অনেকে রান্না করার সময় শিখার দিকে মনোযোগ দেন না। আমরা শিখায় মনোযোগ দিলে গ্যাস বাঁচাতে পারি।


ABP Ananda


অনেকে হাই ফ্লেমে খাবার রান্না করেন। এটি করলে শুধু খাবারে ভালো স্বাদ পাওয়া যায় না তা নয়, গ্যাসও বেশি লাগে।


ABP Ananda


বিশেষজ্ঞরা বলছেন, খাবার সবসময় কম আঁচে রান্না করা উচিত।


ABP Ananda


এতে শুধু গ্যাসই সাশ্রয় হয় না, খাবারও কম আঁচে ভালো রান্না হয়।


ABP Ananda


গ্যাস বাঁচাতে ভ্রিজের খাবারের পরিবর্তে টাটাকা খাবার বেশি খান। এতে বার বার ফ্রিজে রাখা খাবার গরম করতে হবে না।