এখন এই বিষয়ে সতর্ক না হলে মারাত্মক ফল পেতে হবে আপনাকে।



সবথেকে বড় বিষয়, সরকারি ব্যাঙ্কের নাম করে আসছে এই কল। একজন রেডিট ব্যবহারকারী এই স্ক্যামের কথা বলেছেন



স্ক্যামার নিজেকে SBI-এর কর্মী পরিচয়ে তাঁর বাবাকে কল করেছেন। ক্রেডিট লিমিট বৃদ্ধি ও বার্ষিক ফিও কমিয়ে দেওয়ার অফার দেওয়া হয় কলে।



ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে তাঁর বাবাকে প্রতারণার চেষ্টা করেছে জালিয়াতরা। কোনও মতে বেঁচে যানা তাঁরা।



এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে কিছু বিষয়ে সতর্ক হোন।



আপনি স্ক্যামারের ফাঁদে পড়ার সঙ্গে সঙ্গেই সে আপনাকে ই-কেওয়াইসি আপডেট করার নামে একটি লিঙ্ক পাঠাবে।



লিঙ্কটির URLটি wixsite.com দিয়ে শেষ হয়েছে। যা দেখায় এটি সম্ভবত ওয়েবসাইট নির্মাতা WIX-তে তৈরি করা হয়েছিল।



এর পাশাপাশি পরবর্তী পৃষ্ঠায় 'Expari date' এবং 'Intar OTP'-এর মতো বানান ভুল ছিল।



শুধু তাই নয়, এসবিআই কর্মচারীর নামে প্রতারক যে আইডি কার্ডটি পাঠিয়েছিল তাও জাল। কারণ তাতে অফিসের ঠিকানা সঠিক ছিল না।