ওয়েটিং টিকিট নিয়ে নতুন নিয়ম জারি, যাত্রীদের কী সুবিধে দিল রেল ?

Published by: ABP Ananda
Image Source: PTI

ট্রেনে ভ্রমণকালে বেশিরভাগ ব্যক্তিই চান রিজার্ভেশন করাতে।

Image Source: PTI

কিন্তু অনেকক্ষেত্রে রিজার্ভেশন সিট পাওয়া যায় না, টিকিট ওয়েটিং লিস্টে থাকে।

Image Source: PTI

এবারে কবে সেই টিকিট কনফার্ম হবে তার অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।

Image Source: ABPLive AI

আর ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে এখন কনফার্ম টিকিটের চার্ট পাওয়া যায়।

Image Source: ABPLive AI

তবে এই নিয়ম বদলে গিয়েছে। যাত্রীদের সুবিধে দিতে নতুন নীতি জারি করেছে রেল।

Image Source: ABPLive AI

এখন ৪ ঘণ্টা আগে জানানোর কারণে অনেকেই বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতেও পারেন না।

Image Source: ABPLive AI

ভারতীয় রেল তাই জানিয়েছে যে এখন থেকে ২৪ ঘণ্টা আগেই জানা যাবে কনফার্ম টিকিটের চার্ট।

Image Source: ABPLive AI

সম্প্রতি বিকানীর রেল স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে এই নিয়ম জারি হয়েছে।

কিছুদিনের মধ্যেই দেশের সমস্ত স্টেশনের জন্য এই নিয়ম কার্যকর করা হবে।

Image Source: ABPLive AI