ABP Ananda


সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)


ABP Ananda


বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোডের কথা শুনেই ক্লিক করলে সমস্যা বাড়বে।


ABP Ananda


ইমেলের মাধ্যমে সরকারি আধিকারিকদের নাম করে ই-প্যান কার্ড বিনামূল্যে ডাউনলোডের প্রস্তাব দিচ্ছে জালিয়াতরা।


ABP Ananda


যাতে কার্ড ডাউনলোড করার জন্য কিছু ধাপের কথাও বলা হয়।


ABP Ananda


আসলে এই ইমেলগুলির মধ্য়েই লুকিয়ে থাকে একটি ফিশিং লিঙ্ক।


ABP Ananda


এই লিঙ্কে ক্লিক করলে নকল ওয়েবপেজে রিডিরেক্ট করা হয়।


ABP Ananda


যাতে আপনার তাদের ব্যক্তিগত বিবরণ জমা দিতে বলে স্ক্যামাররা।


ABP Ananda


তাই যারা এই ফাঁদে পা দেন, তাদের সব গোপন তথ্য় চলে যায় জালিয়াতদের হাতে।


ABP Ananda


এই ধরনের মেলের উত্তর দেবেন না। সন্দেহজনক ইমেল দেখলে ক্লিক করবেন না।



মেলে কোনও লিঙ্ক দেওয়া থাকলে খুলবেন না। এতে ম্যালওয়্যার থাকতে পারে।



লিঙ্কগুলিতে ক্লিক করলে তা আপনাকে প্রতারণামূলক সাইটগুলিতে নিয়ে যাবে।



আপনি যদি ইতিমধ্যেই ক্লিক করে থাকেন, তাহলে গোপন তথ্য দেবেন না।



ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখতে আপডেট করা অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার, স্পাইওয়্যার সরঞ্জাম এবং ফায়ারওয়াল ব্যবহার করুন৷